শীতকাল
সংখ্যা – সম্পাদকীয়
শীত সংখ্যার পর যুথিকা সাহিত্য
পত্রিকার দ্বিতীয় ওয়েব ম্যাগ শীতকাল সংখ্যা প্রকাশিত হল। ব্যস্ততায় সময়ের অভাবে
এপ্রিলের প্রথম সপ্তাহে প্রকাশ করা গেল না, দ্বিতীয় সপ্তাহ পড়ে গেল। এবারে হয়তো
পিডিএফ সংস্করণ রাখা সম্ভব হচ্ছে না, তবে সময় পেলে নিশ্চয় রাখার চেষ্টা চালানো
হবে। এই সংখ্যায় শীতকাল প্রসঙ্গিত ও সম্পর্কিত সাহিত্য রচনা থাকছে। কবি, লেখকদের
পাঠানো কবিতা, অনুগল্প ও প্রবন্ধ হুবহু তুলে ধরা হল। সাহিত্যকর্মী, সাহিত্য
ব্যক্তি, সাহিত্য প্রেমী এবং সর্বপরী পাঠকরা এর মুল্যায়ণ করবেন এবং মন্তব্য
মন্তব্যের ঘরে রাখবেন আশারাখি।
আর বেশি কিছু বলছিনা। আগামী সংখ্যার
জন্য লেখা চেয়ে বিজ্ঞপ্তি দেওয়া হবে, দেখে পাঠাবেন। আমাদের লিংকগুলি শেয়ের করতে
ভুলবেন না।
ওয়েব নির্বাহী সম্পাদক
যুথিকা সাহিত্য পত্রিকা

