লেখা আহ্বান


কবিতা, ছড়া, অণু গল্প, গল্প পাঠান আগামী সংখ্যার জন্য ৩১ আগস্টের মধ্যে। পরিণত স্বরচিত অপ্রকাশিত লেখাই পাঠাবেন নিজের ঠিকানা ও একটি প্রফাইল ছবিসহ। ইমেল : info2hhm@gmail.com এ।


দ্বিতীয় সংখ্যা শীতকাল সংখ্যা

Monday, July 22, 2019

দ্বিতীয় সংখ্যা => শীতকাল সংখ্যা || সম্পাদকীয়




শীতকাল সংখ্যা সম্পাদকীয়

শীত সংখ্যার পর যুথিকা সাহিত্য পত্রিকার দ্বিতীয় ওয়েব ম্যাগ শীতকাল সংখ্যা প্রকাশিত হল। ব্যস্ততায় সময়ের অভাবে এপ্রিলের প্রথম সপ্তাহে প্রকাশ করা গেল না, দ্বিতীয় সপ্তাহ পড়ে গেল। এবারে হয়তো পিডিএফ সংস্করণ রাখা সম্ভব হচ্ছে না, তবে সময় পেলে নিশ্চয় রাখার চেষ্টা চালানো হবে। এই সংখ্যায় শীতকাল প্রসঙ্গিত ও সম্পর্কিত সাহিত্য রচনা থাকছে। কবি, লেখকদের পাঠানো কবিতা, অনুগল্প ও প্রবন্ধ হুবহু তুলে ধরা হল। সাহিত্যকর্মী, সাহিত্য ব্যক্তি, সাহিত্য প্রেমী এবং সর্বপরী পাঠকরা এর মুল্যায়ণ করবেন এবং মন্তব্য মন্তব্যের ঘরে রাখবেন আশারাখি।
আর বেশি কিছু বলছিনা। আগামী সংখ্যার জন্য লেখা চেয়ে বিজ্ঞপ্তি দেওয়া হবে, দেখে পাঠাবেন। আমাদের লিংকগুলি শেয়ের করতে ভুলবেন না।

ওয়েব নির্বাহী সম্পাদক
যুথিকা সাহিত্য পত্রিকা





Disqus Comments
advt top home

দ্বিতীয় সংখ্যা => শীতকাল সংখ্যা || সম্পাদকীয়

শীতকাল সংখ্যা – সম্পাদকীয় শীত সংখ্যার পর যুথিকা সাহিত্য পত্রিকার দ্বিতীয় ওয়েব ম্যাগ শীতকাল সংখ্যা প্রকাশিত হল। ব্যস্ততায় সময়ে...

যুথিকা ওয়েবম্যাগের কবি ও লেখকবৃন্দ

অজয় হালদার অণুশ্রী দাস অপর্ণা নাথ অমরজিৎ মণ্ডল অমৃতা বিশ্বাস সরকার অযান্ত্রিক অরুণিমা মন্ডল দাস অসীম সরকার ইতিকা বিশ্বাস খুশবু আহমেদ চিরনজিৎ সরকার ডঃ.রমলা মুখার্জী ডা: তাপসী ভট্টাচার্য্য তাপসকিরণ রায় তৈমুর খান তোফায়েল তফাজ্জল দেবপ্রসাদ বসু নারায়ণী দত্ত পিনাকী বসু প্রবীর কুমার চৌধুরী বলাই দাস মহঃ বাদল গাইন মিলি দাস মুনমুন মুখার্জ্জী মেহেদি হাসান মোল্লা মোহাঃ বেলালউদ্দিন মন্ডল মৌসুমী ভৌমিক রতন বসাক রূপালী গোস্বামী শম্পা দাস শাহানাজ শাম্মী সোনালী শিখা চৌধুরী শিলাবৃষ্টি ষষ্ঠী কুমার দাস সত্যেন্দ্রনাথ পাইন সফিকুজ্জামান সিদ্ধার্থ সিংহ সুধাংশুরঞ্জন সাহা সুমন্ত কুন্ডু সৌমেন সরকার স্নিগ্ধা ব্যানার্জী স্বপন কুমার নাগ স্বরূপা রায় স্মৃতিমাধুরী দাস হাবিবা খাতুন