সম্পাদকীয় কলমে
যুথিকা সাহিত্য পত্রিকা-র নবতম সংযোজন এই ওয়েবম্যাগ বা ওয়েব পত্রিকা। ভারত
সরকারের স্থায়ী নিবন্ধিকরণ সংখ্যা পাওয়ার পর এই সংস্থার কর্ণধার এমন একটি ওয়েব
মাধ্যম সাহিত্য প্রাঙ্গণে সাহিত্য চর্চার কথা চিন্তা করেন, যার ফলসরূপ এই ওয়েবম্যাগ ব্লগ বা পোর্টাল। আর এই প্রাঙ্গণে প্রথম সংখ্যা ‘শীত সংখ্যা’ আত্মপ্রকাশ
করতে চলেছে।
শীত সংখ্যা, তথচ শীত সম্বন্ধিয় বা
প্রাসঙ্গিক লেখা নেই কেন? বা সব ধরণের বিষয়ই কেন রয়েছে? – ভাবছেন তো! আসলে এই
আত্মপ্রকাশ সংখ্যাটি শীতের সময় প্রকাশিত হচ্ছে তাই ‘শীত সংখ্যা’ রাখা
হয়েছে। আর যখন থেকে সংখ্যাটির জন্য লেখা আহ্বান করা হয়েছিল, তখনও শীত বলতে তেমনটা ছিলনা। তাই বাস্তব অনুভূতিকে প্রাধান্য দিয়ে প্রথম
সংখ্যায় স্বাচ্ছন্দ লেখাই আশারাখা হয়েছিল।
এমন একটা উন্মুক্ত সাহিত্য প্লাটফর্মে লেখা নির্বাচন এবং যথাযথ ভাবে প্রকাশ
করার চেষ্টা চালিয়েছি মাত্র। বাকিটা চিন্তাশীল পাঠকরা সুবিশ্লেষণ করবেন।
এই ওয়েবম্যাগের সঙ্গে পিডিএফ-ও থাকছে লিংকে। মনে করলে ডাউনলোড করে এফোর (A4) পাতায় বুকলেট ফর্মাটে প্রিন্ট করা যাবে। কোনো প্রকাশক বই আকারে প্রকাশ করতে চাইলে
আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, পিএমডি ফর্মাটে রাখা আছে।
পরবর্তি সংখ্যায় লেখা দেওয়ার জন্য বিজ্ঞপ্তী দেখে নিয়ম মেতে পাঠাতে হবে
সঠিক সময়ে।
ওয়েব
নির্বাহী সম্পাদক
যুথিকা
সাহিত্য পত্রিকা

