লেখা আহ্বান


কবিতা, ছড়া, অণু গল্প, গল্প পাঠান আগামী সংখ্যার জন্য ৩১ আগস্টের মধ্যে। পরিণত স্বরচিত অপ্রকাশিত লেখাই পাঠাবেন নিজের ঠিকানা ও একটি প্রফাইল ছবিসহ। ইমেল : info2hhm@gmail.com এ।


দ্বিতীয় সংখ্যা শীতকাল সংখ্যা

Wednesday, December 26, 2018

শীত সংখ্যা || সম্পাদকীয়




সম্পাদকীয় কলমে


যুথিকা সাহিত্য পত্রিকা-র নবতম সংযোজন এই ওয়েবম্যাগ বা ওয়েব পত্রিকা। ভারত সরকারের স্থায়ী নিবন্ধিকরণ সংখ্যা পাওয়ার পর এই সংস্থার কর্ণধার এমন একটি ওয়েব মাধ্যম সাহিত্য প্রাঙ্গণে সাহিত্য চর্চার কথা চিন্তা করেন, যার ফলসরূপ এই ওয়েবম্যাগ ব্লগ বা পোর্টাল। আর এই প্রাঙ্গণে প্রথম সংখ্যা শীত সংখ্যা আত্মপ্রকাশ করতে চলেছে।

শীত সংখ্যা, তথচ শীত সম্বন্ধিয় বা প্রাসঙ্গিক লেখা নেই কেন? বা সব ধরণের বিষয়ই কেন রয়েছে?  ভাবছেন তো! আসলে এই আত্মপ্রকাশ সংখ্যাটি শীতের সময় প্রকাশিত হচ্ছে তাই শীত সংখ্যা রাখা হয়েছে। আর যখন থেকে সংখ্যাটির জন্য লেখা আহ্বান করা হয়েছিল, তখনও শীত বলতে তেমনটা ছিলনা। তাই বাস্তব অনুভূতিকে প্রাধান্য দিয়ে প্রথম সংখ্যায় স্বাচ্ছন্দ লেখাই আশারাখা হয়েছিল।

        এমন একটা উন্মুক্ত সাহিত্য প্লাটফর্মে লেখা নির্বাচন এবং যথাযথ ভাবে প্রকাশ করার চেষ্টা চালিয়েছি মাত্র। বাকিটা চিন্তাশীল পাঠকরা সুবিশ্লেষণ করবেন।

        এই ওয়েবম্যাগের সঙ্গে পিডিএফ-ও থাকছে লিংকে। মনে করলে ডাউনলোড করে এফোর (A4) পাতায় বুকলেট ফর্মাটে প্রিন্ট করা যাবে। কোনো প্রকাশক বই আকারে প্রকাশ করতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, পিএমডি ফর্মাটে রাখা আছে।

        পরবর্তি সংখ্যায় লেখা দেওয়ার জন্য বিজ্ঞপ্তী দেখে নিয়ম মেতে পাঠাতে হবে সঠিক সময়ে।




ওয়েব নির্বাহী সম্পাদক
যুথিকা সাহিত্য পত্রিকা


Disqus Comments
advt top home

দ্বিতীয় সংখ্যা => শীতকাল সংখ্যা || সম্পাদকীয়

শীতকাল সংখ্যা – সম্পাদকীয় শীত সংখ্যার পর যুথিকা সাহিত্য পত্রিকার দ্বিতীয় ওয়েব ম্যাগ শীতকাল সংখ্যা প্রকাশিত হল। ব্যস্ততায় সময়ে...

যুথিকা ওয়েবম্যাগের কবি ও লেখকবৃন্দ

অজয় হালদার অণুশ্রী দাস অপর্ণা নাথ অমরজিৎ মণ্ডল অমৃতা বিশ্বাস সরকার অযান্ত্রিক অরুণিমা মন্ডল দাস অসীম সরকার ইতিকা বিশ্বাস খুশবু আহমেদ চিরনজিৎ সরকার ডঃ.রমলা মুখার্জী ডা: তাপসী ভট্টাচার্য্য তাপসকিরণ রায় তৈমুর খান তোফায়েল তফাজ্জল দেবপ্রসাদ বসু নারায়ণী দত্ত পিনাকী বসু প্রবীর কুমার চৌধুরী বলাই দাস মহঃ বাদল গাইন মিলি দাস মুনমুন মুখার্জ্জী মেহেদি হাসান মোল্লা মোহাঃ বেলালউদ্দিন মন্ডল মৌসুমী ভৌমিক রতন বসাক রূপালী গোস্বামী শম্পা দাস শাহানাজ শাম্মী সোনালী শিখা চৌধুরী শিলাবৃষ্টি ষষ্ঠী কুমার দাস সত্যেন্দ্রনাথ পাইন সফিকুজ্জামান সিদ্ধার্থ সিংহ সুধাংশুরঞ্জন সাহা সুমন্ত কুন্ডু সৌমেন সরকার স্নিগ্ধা ব্যানার্জী স্বপন কুমার নাগ স্বরূপা রায় স্মৃতিমাধুরী দাস হাবিবা খাতুন